বড়াইগ্রামে সরকার বিরোধী লিফলেট বিতরণ কালে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জনতা

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:১৩ আপডেট: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:১৩ পিএম
বড়াইগ্রামে সরকার বিরোধী লিফলেট বিতরণ কালে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জনতা
নাটোরের বড়াইগ্রামে সরকার বিরোধী লিফলেট বিতরণ কালে উপজেলার ৪ নং নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নাটোরের বড়াইগ্রামে সরকার বিরোধী লিফলেট বিতরণ কালে উপজেলার ৪ নং নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ধানায়দহ ও কয়েন বাজার এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান সরকার লিফলেট বিতরণের সময় স্থানীয়গন তাকে অবরুদ্ধ করে, এ সময় ওই ছাত্রলীগ নেতার কাছে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেলে পুলিশে খবর দেয় , পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে। এ বিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, জনগণের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরোও খবর

Logo