নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে কোম্পানীগন্জ থেকে স্থান পেল তিনজন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬ মে , ২০২৫ ১৭:২৩ আপডেট: ৬ মে , ২০২৫ ১৭:২৩ পিএম
নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ  আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে কোম্পানীগন্জ থেকে স্থান  পেল তিনজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নোয়াখালী জেলার ৩৭ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির নাম ঘোষণা  করা হয়েছে।‌ আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি মাহবুব আলমগীরকে আহ্বায়ক ও হারুনুর রশিদকে সদস্যসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়... কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং বিদায়ী কমিটির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।  

উক্ত কমিটিতে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সদস্য হিসেবে স্থান পান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিঠন  ও বেলায়েত হোসেন স্বপন।

উল্লেখ্য নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তীতে এ জেড এম গোলাম হায়দাকে সভাপতি এবং জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

এই বিভাগের আরোও খবর

Logo