বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নোয়াখালী জেলার ৩৭ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি মাহবুব আলমগীরকে আহ্বায়ক ও হারুনুর রশিদকে সদস্যসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়... কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং বিদায়ী কমিটির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
উক্ত কমিটিতে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সদস্য হিসেবে স্থান পান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিঠন ও বেলায়েত হোসেন স্বপন।
উল্লেখ্য নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তীতে এ জেড এম গোলাম হায়দাকে সভাপতি এবং জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।