দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার ট্রাক প্রতিকে বে-সরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন ।

মোঃ সেলিম মিয়া প্রকাশিত: ১৩ জানুয়ারী , ২০২৪ ১১:৩২ আপডেট: ১৩ জানুয়ারী , ২০২৪ ১১:৩২ এএম
দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে ময়মনসিংহ -৬  ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার ট্রাক প্রতিকে বে-সরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন ।

দ্বাদশ,জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার ট্রাক প্রতিকে বে-সরকারী ভাবে এমপি নির্বাচিত হয়েছেন । ১০ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় জাতীয় সংসদের শপথ  কক্ষে সদ্য  সদস্যআলহাজ  মোঃ আব্দুল মালেক সরকারশপথ গ্রহণকরেছেন।গতকালসকাল ৯টায় কাতলাসেনবাজারে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করে মোটরসাইকেল বহরে নব নির্বাচিত এমপি আঃ মালেক সরকার নিজ সংসদীয় আসন ফুলবাড়ীয়া মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে প্রবেশ করে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

তিনি ফুলবাড়ীয়া সদর ইউনিয়নে তিনবার ইউপি চেয়ারম্যান ও একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকার পর ক্ষমতা হস্তান্তর করে এবার সংসদ সদস্য হলেন। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী  উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি স্বশিক্ষিত আব্দুল মালেক সরকার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  ৫ বারের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ এড. মোসলেমউদ্দিন নৌকা প্রতিক এর সাথে প্রতিদ্ব›িদ্বতা করে ৫২হাজার ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এড. মোসলেমউদ্দিন নৌকাপ্রতিক ভোট পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট। আব্দুল মালেক সরকার ২০১৯ সালে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ননা পেয়ে স্বতন্ত্র প্রার্থী  হয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

নব-নির্বাচিত এমপি আব্দুল মালেক সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়া ব্যাক্তকরে তিনিবলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ সন্মান  দিয়েছেন। আমি যেন জনগনের সেবাসহ এলাকার উন্নয়নে কাজ করতে পারি। 



এই বিভাগের আরোও খবর

Logo