জমাঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে কম্বল বিতরণ করছেন সাভারের কৃতি সন্তান মেয়র পদ প্রার্থী মো:খোরশেদ আলম

গোলাম রাব্বানী প্রকাশিত: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৩:৩৬ আপডেট: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৩:৩৬ পিএম
জমাঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে কম্বল বিতরণ করছেন সাভারের কৃতি সন্তান মেয়র পদ প্রার্থী মো:খোরশেদ আলম
ঢাকার সাভারে বাংলাদেশ জমাঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে সাভার পৌর রাঢীবাড়ি আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সৌজন্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঢাকার সাভারে বাংলাদেশ জমাঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে সাভার পৌর রাঢীবাড়ি আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সৌজন্য শীতার্ত  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার,১২জানুয়ারী,সাভারে,বাংলাদেশ,জমাঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে,সাভার,পৌর রাঢীবাড়ি আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সৌজন্য শীতার্ত  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জমাঈয়তে আহলে হাদীস ঢাকা ও মানিকগঞ্জ জেলার সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকও সাবেক জনপ্রিয় কাউন্সিলর পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। তিনি বলেন সাভার পৌরসভা গুরুত্বপূর্ণ একটি পৌরসভা পৌরসভার কোন উন্নতি হয় নাই।একটা খেলার মাঠ নাই আপনাদের নিয়ে  সুন্দর সাভার তৈরি করতে চাই আমি আপনাদের মেয়র পদপ্রার্থী  আপনারা আমার পাশে আছেন আপনাদের কথা দিচ্ছি একটি আধুনিক সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তুলবো কোন চাঁদাবাজ থাকবে না সন্ত্রাস থাকবে না সাভারে আজকে আমরা  জ্যামের কারণে ঘর থেকে বের হতে পারি না জ্যামের কারণে আমাদের প্রতিটা কাজের ব্যাঘাত ঘটে কারন,রাস্তা,উপর হকারদের,সু ব্যাবস্তা নেই হকার মার্কেট নেই রাস্তাঘাটের অতীতে কোন  সুন্দর পরিকল্পনা ছিল না। আমি দীর্ঘদিন কাউন্সিলর ছিলাম  আমার ওয়ার্ডের প্রতিটা রাস্তাঘাট আমি আমার পরিকল্পনা অনুযায়ী করেছিলাম  প্রতিটা নাগরিক যাতে শতভাগ নাগরিক সুবিধা পায় আমি সে অনুযায়ী আপনাদের নিয়ে সুন্দর একটি পৌরসভা তৈরি করব ইনশাল্লাহ। তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস খান, বাংলাদেশ জমাঈয়তে আহলে হাদীস ঢাকা ও মানিকগঞ্জ জেলার উপদেষ্টা আলহাজ্ব কায়কোবাদ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo