পটুয়াখালীতে বৃষ্টির কামনায় শতাধিক মুসুল্লির নামাজ আদায়

আসাদুল্লাহ হাসান মুসা প্রকাশিত: ২৫ এপ্রিল , ২০২৪ ০৯:৩৭ আপডেট: ২৫ এপ্রিল , ২০২৪ ০৯:৩৭ এএম
পটুয়াখালীতে বৃষ্টির কামনায় শতাধিক মুসুল্লির নামাজ আদায়
তীব্র তাপদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির কামনায় পটুয়াখালীতে বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

তীব্র তাপদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির কামনায় পটুয়াখালীতে বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

বৃহস্পতিবার(২৫এপ্রিল) সকাল ৯টায় পটুয়াখালীর ঝাউবন এলাকার ফোর লেন সড়কের পাশে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজের ইমামতি করেন পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোতাসিমবিল্লাহ্ জুনায়েদে। 

এসময় শতাধিকের বেশী মুসুল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়াতে সৃষ্টিকর্তার নিকট রহমত নাজিলে চোখের পানি ঝড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসুল্লিরা।

এক মুসুল্লি বলেন, তীব্র তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য ও বৃষ্টি আশায় তারা এই বিশেষ নামাজ পড়েন। 

এই বিভাগের আরোও খবর

Logo