রাজবাড়ীতে বিএনপি নেতা ও তার পুত্রের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ আগস্ট , ২০২৫ ১৭:৩৫ আপডেট: ১৮ আগস্ট , ২০২৫ ১৭:৩৫ পিএম
রাজবাড়ীতে বিএনপি নেতা ও তার পুত্রের গ্রেফতার দাবিতে মানববন্ধন

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জীবিকার তাগিদে বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা মো. মাসুম শেখ ২০০৭ সালে ইতালি যান। তার স্ত্রী পলি আক্তার চাকরির সুবাদে বালিয়াকান্দিতে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এ সময় বিএনপি নেতা চুন্নুর ছেলে শিবলু তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতেন। এ ঘটনায় মামলা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
বক্তারা আরও বলেন, গত ১৫ আগস্ট দেশে ফেরার পর জুমার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে মাসুম শেখকে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ইতালি প্রবাসী মাসুম শেখ (৪৫)-কে মারধর ও চাঁদাদাবীর অভিযোগে সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী পলি আক্তার। মামলার আসামিরা হলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, নাজমুল হাসান বিপু, শ্রমিকদল নেতা সহেল শেখ, নান্নু বিশ্বাস, বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. মহসীন খান এবং বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জল দাস।
মানববন্ধনে মাসুম শেখ, তার স্ত্রী পলি আক্তারসহ স্থানীয়রা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালু মহাল দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে খন্দকার মশিউল আজম চুন্নু বলেন, “মাসুম শেখ আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। অতীতে মিথ্যা মামলা দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে। এজন্য এলাকায় তাকে মানুষ ধাওয়া দিয়েছে। দীর্ঘদিন বিদেশে থেকে মাঝেমধ্যে দেশে এসে এসব মামলা করেছে।”
এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, “ইতালি প্রবাসী মাসুম শেখ আদালতে মামলা দায়ের করেছেন। আদালত বালিয়াকান্দি থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। যেহেতু অভিযুক্তদের দলের কোনো পদ নেই, তাই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হবে।”

এই বিভাগের আরোও খবর

Logo