"মিথ্যাচার থেকেই দুর্নীতির জন্ম, আর এ দুর্নীতি ক্রমেই প্রাতিষ্ঠানিক রূপ নেয় সমাজে"— এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।রোববার (১৮ মে) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এই শুনানিতে তিনি বলেন, "দুর্নীতির মূল উৎপত্তি হয় মিথ্যার আশ্রয়ে। ছোট ছোট মিথ্যা থেকে শুরু করে তা একসময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত গ্রাস করে। এই অবস্থার উত্তরণে প্রয়োজন ব্যক্তিগত সততা ও সম্মিলিত প্রতিরোধ।"তিনি আরও জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের ভুয়া মুক্তিযোদ্ধাদের মতোই, বর্তমানে কিছু ব্যক্তি নিজেদের ভুয়া দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করছে। সম্প্রতি ৫ আগস্টের পর এমন কয়েকটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।দুদক চেয়ারম্যান বলেন, "আমাদের জনবল সীমিত হলেও দায়িত্ব সীমাহীন। আমরা জানি জনবল বাড়ালে সরকারের ব্যয় বেড়ে যায়, তাই সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টায় কাজ করে যাচ্ছি। দুর্নীতি নির্মূলে প্রথমে 'সরবরাহ পক্ষ' বন্ধ করতে হবে—অর্থাৎ ঘুষ প্রদানের সুযোগ বন্ধ হলে গ্রহণও বন্ধ হবে।"গণশুনানিকে তিনি একটি সামাজিক সচেতনতার অংশ হিসেবে অভিহিত করে বলেন, “এটি কাউকে ছোট বা লজ্জিত করার জন্য নয়, বরং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। মৌলভীবাজারকে একটি আদর্শ দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়তে চাই। তাই প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত গণশুনানির ব্যবস্থা জরুরি।”জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হুসাইন, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাফি মো. নাজমুস সা’দাৎ ও হবিগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া।শুনানিতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হয়রানি ও ঘুষের অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। দুদক চেয়ারম্যান এসব অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেন।সমাজ পরিবর্তনে দুর্নীতিবিরোধী আন্দোলন শুধু আইনি নয়, এটি একটি নৈতিক আন্দোলন—এই উপলব্ধি নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় আয়োজনে।