যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২০:৩৫ আপডেট: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২০:৩৫ পিএম
যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস
যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেছেন ১৯৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনী নির্মম হত্যাকান্ড চালিয়ে বুদ্ধিজীবীতের হত্যা করে। এর মধ্যদিয়ে তারা জাতিকে মেধা শুন্য করে দাবিয়ে রাখার চেষ্টা চালায়। তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। এদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।এমএম কলেজ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এমএমকলেজ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. এহসানুল কবির।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন।অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাজেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মুকুল হায়দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন।সরকারি মহিলা কলেজসরকারি মহিলা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আলা উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক  রফিকুল ইসলাম, অনুষ্ঠানের আকবায়ক সহযোগী অধ্যাপক মাহবুবা আক্তার ছন্দা প্রমুখ।সরকারি সিটি কলেজশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি সিটি কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অনুষ্ঠানের আহবায়ক সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক আহমদ উল্লাহ,সহকারী অধ্যাপক নাজমুস সাকিব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মনিরুজ্জামান।
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুদ্দিন।অনুষ্ঠানের আহবায়খ প্রভাষক কল্যাণ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক আবু সাইদ, সহাকারী শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।দোয়া পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুদ্দিন।এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বদ্যভুমিতে শ্রদ্ধা নিবেদন করে বুদ্ধিজীবী দিবস  পালন করেছে।

এই বিভাগের আরোও খবর

Logo