চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট সকাল আনুমানিক ৯ টায় উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশুটির নাম মোঃ আবদুল্লাহ (২)।
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট সকাল আনুমানিক ৯ টায় উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশুটির নাম মোঃ আবদুল্লাহ (২)। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া নজু মেম্বার পাড়ার বাসিন্দা হাফেজ মাওলানা সাইফুদ্দিনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন।
নিহতের বাবা বলেন, মসজিদে চাকুরীর সুবাদে নানা শ্বশুর বাড়ির এলাকায় হাতিয়ারকুল সুফি মিয়াজি পাড়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন। বাসায় তিন ভাই বোন এক বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ আবদুল্লাহ ঘুম ভেঙ্গে গেলে মাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে।হাঁটতে হাঁটতে কোন একসময় পুকুরে পড়ে যায়।তার মা রান্নাঘর থেকে এসে শিশু আবদুল্লাহকে বিছানায় না পেয়ে খুঁজতে থাকেন।এক পর্যায়ে বাসার সামনের পুকুরে তার সন্তানের ভাসমান লাশ দেখতে পেয়ে শোর-চিৎকার শুরু করেন ।চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে মরদেহ উদ্ধার করে। তিন সন্তানের মধ্যে আবদুল্লাহ সবার ছোট।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিয়া উদ্দিন আহমেদ বলেন, আবদুল্লাহ নামে একটি শিশু হাসপাতালে নিয়ে আসার পুর্বেই মারা যায়।