বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপি'র ইউনিয়ন কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায় সিকদার জামাল উদ্দিন
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপি'র ইউনিয়ন কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায় সিকদার জামাল উদ্দিন।
বুধবার (১৯ মার্চ)বেলা ৩ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে অলিখিত বক্তব্যে তিনি বলেন, দেশব্যাপী চলমান বিএনপি'র দলীয় কাউন্সিলকে ঘিরে সারাদেশে সহিংসতা, হত্যার ঘটনায় জেলা বিএনপি উদ্বেগ প্রকাশ ও কাউন্সিল বন্ধের মৌখিক নির্দেশনা দেন।
নির্বাচন মনিটরিং কমিটি এ নির্দেশনা অমান্য করে মোল্লাহাটের কোদালিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন করছে বলে অভিযোগ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন।
তিনি আরো বলেন, কাউন্সিল নির্বাচনী সহিংসতায় বাগেরহাট জেলার ৩ উপজেলায় এপর্যন্ত কয়েকটি হত্যাকাণ্ড ও শতাধিক গুরুতর আহত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির বিশেষ সভার মৌখিক আদেশে উপজেলার ৬ নং কোদালিয়া ইউনিয়ন পরিষদের কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাদের প্যানেল নির্বাচনী কার্যক্রম থেকে সরে আসে। তবে জেলার এই আদেশ অমান্য করে বিএনপির অপরপক্ষ কাউন্সিল নির্বাচন চলমান রেখেছে। ৬ নং কোদালিয়া ইউনিয়নের এই কাউন্সিল নির্বাচনকে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের নির্বাচন হিসেবে আখ্যায়িত করে বলেন একটি মহল বিগত সরকারের ফ্যাসিবাদীদের পুনর্বাসনের নিল নকসা তৈরি করছে, আমরা এর বিরুদ্ধে জেলা বিএনপির কাছে অভিযোগ জানিয়েছি এবং জেলা বিএনপির নির্দেশে এই নির্বাচন স্থগিত করেছি। কিন্তু আমাদের প্রতি পক্ষ নির্বাচন মনিটরিং কমিটির সাথে যোগসাজশ করে জেলার নির্দেশ অমান্য করে একতরফা ভাবে নির্বাচন পরিচালনা করছে। যেহেতু এই নির্বাচনে কোন প্রতিদ্বন্ধী প্যানেল নেই এবং কোন এজেন্ট ও ছিল না, সেখানে নির্বাচনের কোন প্রয়োজন ছিল না। এটা বিগত সরকারের ফ্যাসিবাদীদের সিস্টেম।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে কোদালিয়া সহ মোল্লাহাট উপজেলার অন্যান্য ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বন্ধের দাবি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, শেখ মো: রুহুল আমিন, এনায়েত হোসেন খন্দকার, ৬ নং কোদালিয়া ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী বায়েজীদ হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সবুর মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী নেয়ামত শরিফ সহ কোলাঘাট উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।