দু’দিনের রিমান্ডে সাবেক এমপি অপু

মোঃ রাসেল হোসেন প্রকাশিত: ১৮ আগস্ট , ২০২৫ ১৭:৪৩ আপডেট: ১৮ আগস্ট , ২০২৫ ১৭:৪৩ পিএম
দু’দিনের রিমান্ডে সাবেক এমপি অপু
ঝিনাইদহ শহরে ‘আক্তার ফার্মেসি’ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঝিনাইদহ শহরে ‘আক্তার ফার্মেসি’ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সদর আমলী আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।  শুনানী শেষে বিচারক মো. ওয়াজিবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে রোববার দুপুরে ঢাকার ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর নামে পাঁচটি মামলা রয়েছে। তবে, ‘আক্তার ফার্মেসি’ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় তাকে আদালতে নেওয়া হয়।পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান ওসি।সফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মসিউর রহমানকে পরাজিত করেন। তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।

এই বিভাগের আরোও খবর

Logo