হযরত গায়েবী ধন কেবলার ৩৮ তম বার্ষিক ওরস শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত

আহমদ উল্লাহ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:০৫ আপডেট: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:০৫ পিএম
হযরত গায়েবী ধন কেবলার ৩৮ তম বার্ষিক ওরস শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত

হযরত  বাবা ভান্ডারী কেবলা কাবার সুযোগ্য উত্তরসূরী, গাউছিয়তের  গুপ্তধন ভান্ডারের অধিপতি, সিরাজুস সালেকিন, আওলাদে রাসূল (স.) হযরত গায়েবী ধন কেবলার ৩৮ তম বার্ষিক ওরস শরীফ আজ ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার মহাসমারোহে ফটিকছড়ি আজিমনগর গাউছিয়া গায়েবী ধন মঞ্জিলে অনুষ্ঠিত হবে।  ভক্তবৃন্দদের পক্ষ থেকে আরজ গুজার করেন দরবারের সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার আলহাজ্ব মাওলানা শাহসূফী সৈয়দ আবুল মনসুর আল মাইজভান্ডারি। 

 

সকাল হইতে আঞ্জুমানে আশেকানে হযরত  গায়েবী ধন মাইজভান্ডারিয়ার ব্যবস্থাপনায় রওজা শরীফ  গোসল, মিলাদ কিয়াম, জিকির আসগার, বাদে মাগরিব হযরত  গায়েবী ধন কেবলার জীবনী আলোচনা, এবং সেমা মাহফিলের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রতি বৎসর এ ওরস শরীফকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আশেক ভক্তদের সমাবেশ ঘটে। 

এই বিভাগের আরোও খবর

Logo