ভোলায় অস্ত্রসহ বাবা ছেলে আটক

শরীফ হোসাইন প্রকাশিত: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:৪২ আপডেট: ১৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:৪২ পিএম
ভোলায় অস্ত্রসহ বাবা ছেলে আটক
ভোলায় অস্ত্রসহ বাবা ছেলে আটক

ভোলায় কোস্টগার্ডের  অভিযানে অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। বুধবার ভোরে তাদেরকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন থেকে আটক করা হয়। জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা রক্ষাসহ জলদস্যু ও সন্ত্রাস দমনে নিরলস ভাবে কাজ করে আসছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে (১৮ ডিসেম্বর) বুধবার রাত দেড়টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫টি দেশীয় অস্ত্র (রামদা) সহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর এবং তার ছেলে রিয়াদ মাতাব্বরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে  বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরুপ অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ

এই বিভাগের আরোও খবর

Logo