রাজবাড়ীর গোয়ালন্দে চোরাইকৃত একটি সুজুকি ঝিকসার মোটরসাইকেলসহ রকিবুল ইসলাম রনি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জঙ্গল মুকন্দপুর গ্রামের শেখ মনিরুজ্জামানের ছেলে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনামহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।