জামালপুরে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে জামালপুর পৌর শহরের পুরাতন পৌরসভা গেইট এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক শুভ পাঠান উক্ত এলাকার মৃত ওবায়দুল হাসান টিপু পাঠানের ছেলে।
জানা গেছে, আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার রাতে জামালপুর শহরে মশাল মিছিল ও দয়াময়ী মোড়ে পটকা ফাটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে বিএনপির একটি অংশ।
শহরের বকুলতলায় মশাল মিছিলের আগে আজ বুধবার (২০ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী। এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জিয়া সাইবার ফোর্সের জামালপুর জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠানসহ অনেকে উপস্থিত ছিলেন। শহরে বিশৃঙ্খলা করার দায়ে রাত ৩টার দিকে নিজ বাসা থেকে শুভ পাঠানকে আটক করে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, শুভ পাঠান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, এর আগে গত ২০২৪ সালের ডিসেম্বরের ২২ তারিখে নাশকতা মামলায় ঢাকার একটি হোটেল থেকে পুলিশের হাতে আটক হন জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠান।