রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এবং তানোর এপি’র যৌথ উদ্যোগে ‘প্রতিটি শিশুর জন্য ৫ জিরো প্লাস’ প্রচার অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এবং তানোর এপি’র যৌথ উদ্যোগে ‘প্রতিটি শিশুর জন্য ৫ জিরো প্লাস’ প্রচার অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় তানোর বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শেষে বিদ্যালয়ের হলরুমে এ বিষয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তানোর পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তানোর বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী তারিক আজিজ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়র এসিও ম্যানেজার লোটাস চিসিম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ, তানোর এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল, প্রোগ্রাম অফিসার সন্ত্রোষ মিত্র, ঝুনু বৈদ্য ও নিকোলাস ঢালি সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও শিশু ও যুব ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ‘৫ জিরো প্লাস’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং শিশুর স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতার ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, সুস্থ সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি করা জরুরি এবং এই ধরনের ক্যাম্পেইন শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং তাদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান।