জামায়াতে ইসলামী বাংলাদেশ লামা উপজেলা শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন লামা উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথি ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাক্ষ আমিরুজ জামান, অধ্যাপক জাফর সাদেক, মওলানা মোস্তাফিজুর রহমান, বান্দরবান জেলা আমির এস এম আব্দুচ ছালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ, শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যাপক হামেদ হাসান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য রাখেন, শ্রমিক নেতা অধ্যাপক মো, ফারুক।