যশোর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে মঙ্গলবার বিকেলে বিআরটিএ‘র ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত চেক হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) যশোর সার্কেলের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহত ও আহত ১৪ জন পরিবারকে ৫৮ লাখ টাকার চেক দেয়া হয়। এর মধ্যে নিহত ১১ জনের পরিবারকে ৫ লাখ টাকা ও আহত ৩ জনের পরিবারের মাঝে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতি সভাপতি হিসেবে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, নিয়ম মেনে গাড়ি চালানো হয় না বলেন দুর্ঘটনা ঘটে। একজন চালক একটানা তিন থেকে চারদিন গাড়ি চালানো দুর্ঘটনা ঘটার অন্যতম কারন। এঘটনা ঘটলে মামলা করতে হবে।
এ সয়ম উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, বিআরটিএ‘র সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন,মোটরযান পরিদর্শক তারিক হাসান, জেলা পরিবহন সংস্থা শ্রমিব ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু প্রমুখ।
চেকপ্রাপ্তরা হলেন, নিহত প্রফুল্ল কুমার সাহার কন্যা রুম্পা সাহা, শাহাদতের স্ত্রী চম্পা বেগম, আসাদুজ্জামানের স্ত্রী রিপা খাতুন, মনিরা খাতুনের স্বামী আলাউদ্দীন কবির, আব্দুস সোত্তারের স্ত্রী ফাতেমা বেগম, মিটুল হোসাইনের স্ত্রী রিক্তা, আছিফুলের স্ত্রী ও মাতা জলি খাতুন ও আখিরোন নেছা, সুমাই আক্তারের পিতা ইলিয়াজ, মারুফ হাসানের পিতা আবুল হাসান, আছাবুর হোসেনের পিতা আহাদ আলী, আনারুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন। আহত তিনজন হলেন, সাবিনা খাতুন, বৈশাখী খাতুন ও ইদ্রিস আলী।
বিআরটিএ‘র সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনাঘটলে ৩০ দিনে মধ্যে বিআরটিএতে আবেদন করতে হবে। ট্রাস্টি বোর্ডে আবেদন যাচাইবাছাই করে আর্থিক সহায়তা দেয়া হয়।