মনোহরদীতে এসিল্যান্ডের নামে প্রতারণার চেষ্টা, সতর্কবার্তা উপজেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগস্ট , ২০২৫ ১৩:৪৭ আপডেট: ২০ আগস্ট , ২০২৫ ১৩:৪৭ পিএম
মনোহরদীতে এসিল্যান্ডের নামে প্রতারণার চেষ্টা, সতর্কবার্তা উপজেলা প্রশাসনের

 নরসিংদীর মনোহরদীতে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারক চক্র বিভিন্ন হোটেল থেকে টাকা দাবি করছে। এ বিষয়ে সচেতন থাকতে মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা ভূমি অফিসের ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি বার্তা প্রকাশ করা হয়েছে।প্রকাশিত বার্তায় বলা হয়— “একদল প্রতারক চক্র এসিল্যান্ডের নাম ব্যবহার করে বিভিন্ন হোটেল থেকে টাকা চাচ্ছে। এবিষয়ে সবাই সতর্ক থাকুন। এসিল্যান্ড বা অন্য কারো নাম ব্যবহার করে যদি কেউ টাকা দাবি করে তবে সাথে সাথে এসিল্যান্ড, মনোহরদীর মোবাইল নম্বরে (০১৭৬২৬৮৭০১৪) যোগাযোগ করুন।”উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো সরকারি কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে ফোন করে টাকা চান না। তাই প্রতারকদের প্রলোভনে পড়লে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন।মনোহরদী উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে, সাধারণ মানুষকে সতর্ক থেকে যেকোনো সন্দেহজনক ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo