দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে আনন্দ মিছিল

হামিমুর রহমান চৌধুরী প্রকাশিত: ১৯ ডিসেম্বর , ২০২৪ ১৪:০৩ আপডেট: ১৯ ডিসেম্বর , ২০২৪ ১৪:০৩ পিএম
দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস  পেলেন  লুৎফুজ্জামান বাবর  মোহনগঞ্জে আনন্দ মিছিল
দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে আনন্দ মিছিল

দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,  তার মুক্তির খবর পেয়ে মোহনগঞ্জে আনন্দ উল্লাস ও আনন্দ মিছিল করেছে  মোহনগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলে সাধারণ মানুষের অংশ গ্রহণও ছিল।এ সময় অংশ গ্রহণ কারীরা, এই মুহুর্তে খবর এলো বাবর ভাই মুক্তি পেল স্লোগান দিয়ে মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।১৮ ডিসেম্বর বুধবার  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দশ ট্রাক অস্ত্র মামলায়  খালাস পান। এ খবর  পেয়ে তার নির্বাচনী এলাকা মোহনগঞ্জে আনন্দ মিছিল  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন,  সদস্য সচিব টিপু সুলতান,  পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল,  সাবেক  উপজেলা বিএনপির সভাপতি আ খ ম শফিকুল হক, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার,  সাবেক পৌর বিএনপির সভাপতি  ভিপি জাহাঙ্গীর আলম,  সাধারণ সম্পাদক মিহির গোস্বামী,উপজেলা যুবদলের সদস্য সচিব  জীবন তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মাইনুল হাসান কানন, পৌর যুব দলের আহবায়ক জহিরুজ্জামান খান রণি। সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা,  উপজেলা  ছাত্র দলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব  সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এই বিভাগের আরোও খবর

Logo