মাগুরার মোহাম্মদপুর নোহাটা বীর প্রতীক গোলাম ইয়াকুব কেজি ইনস্টিটিউট এলাকায় শিক্ষার মান বাড়াতে পুনরায় চালু হতে চলেছে। তবে এবার নামকরণ দেওয়া হয়েছে বীর প্রতীক গোলাম ইয়াকুব প্রি ক্যাডেট একাডেমী।যাহা ফ্রি ভাবে শিক্ষা ব্যবস্থা করা হবে।।জানা যায়, এর প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ মাহমুদ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোঃ আমজাদ হোসেন। ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠানটি চালু হয়। তখন ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ছিল। এখান থেকে লেখাপড়া করে পরবর্তীতে কর্নেল, এএসপি সহ অনেকেই বড় বড় চাকরি করছেন। দীর্ঘদিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকার পর এলাকায় শিক্ষার মান প্রসার করতে পুনরায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি চালু করতে উদ্যোগ নিয়েছেন। এবার ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হবে। অতি শীঘ্রই এলাকার সুধী জনদের নিয়ে উদ্বোধন করা হবে বলে কর্তৃপক্ষ জানান। পুলুম ইস্কুলের প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফার ও প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, এলাকার ভালো ভালো শিক্ষক দের নিয়ে আমরা আবার প্রতিষ্ঠানটি চালু করছি। আমাদের উদ্দেশ্য, এখান থেকে লেখাপড়া করে আবার অনেকে ই বড় বড় চাকরি পাক ও বীর প্রতীক গোলাম ইয়াকুব নামক প্রতিষ্ঠানটি আজীবন এলাকায় শিক্ষার মান ছড়িয়ে শিক্ষাকে এলাকায় আলোকিত করে রাখে।