প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনই সময়
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি লাউয়াছড়া জাতীয় উদ্যান। পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে লাউয়াছড়া বনে নেওয়া হয় নানা কর্মসূচি।
রোববার (২৯) সকাল ১১টায় সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এর নেতৃত্বে পর্যটক, পরিবেশবাদী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেট থেকে শুরু হয়ে বনের ভিতর ঘুরে আবার লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কার্যালয়ে আসে। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় সহকারী বন সংরক্ষক জামিল খাঁন এর সঞ্চালনায় ও সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগমের সভাপতি উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির, শ্রীমঙ্গল ট্যুরিষ্ট পুলিশের ওসি কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো- চেয়ারম্যান জিডিসন প্রধান সুছিয়াং প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “জীবনকে প্লাস্টিকময় করে তোলা যাবে না। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই সচেতন করতে হবে। সম্মিলিত প্রয়াসেই সম্ভব পরিবেশ দূষণ প্রতিরোধ করা।”
অনুষ্ঠানে পর্যটক, পরিবেশবাদী, সাংবাদিক, বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।