শার্শা থানা পুলিশের পরিদর্শক(নিরস্ত্র)/ মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অদ্য ২১/০৫/২০২৫খ্রিঃ রাত ০৩.১০ ঘটিকায় অত্র থানাধীন বাগআঁচড়া সাতমাইল এলাকা হতে ধর্ষণ মামলার আসামি মোঃ সিরাজ মিস্ত্রী (৬০), কে গ্ৰেফতার করেছে।
গ্ৰেফতারকৃত আসামি গত ইং ১০/০৫/২০২৫খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকায় শার্শা থানাধীন বাগআঁচড়া উজ্জলপাড়া গ্রামস্থ তার বসত ঘরের শয়ন কক্ষের ভিতর সাত বছর বয়সের ভিকটিম কে জোর পূর্বক ধর্ষণ করে।
এসংক্রান্তে গ্ৰেফতারকৃত আসামিকে শার্শা থানার মামলা নং-২০, তারিখ-২০/০৫/২০২৫, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ সিরাজ মিস্ত্রী(৬০), পিতা-মৃত বছির উদ্দিন @ বিষু মিস্ত্রী, সাং- বাগআঁচড়া (উজ্জলপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর।