নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। নব নির্বাচিতরা হলেন-সভাপতি-জামাল উদ্দিন আলী, সহ-সভাপতি হাসানুজ্জামান সুমন, সদস্য-ইসমাইল হোসেন ফকির, আব্দুল হান্নান, আব্দুল আওয়াল মন্ডল ও আকতার হোসেন। পরে নবনির্বাচিত কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষ্যে বিআরডিবি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, চান্দাই ইউনিয়ন বিএনপির নেতা হাবিবু রহমান বক্তব্য রাখেন।