প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছে বনপাড়া শহর ছাত্রদল

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ২১ ডিসেম্বর , ২০২৪ ১৪:২৯ আপডেট: ২১ ডিসেম্বর , ২০২৪ ১৪:২৯ পিএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছে বনপাড়া শহর ছাত্রদল
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছে বনপাড়া শহর ছাত্রদল

নাটোরে বড়াইগ্রামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বনপাড়া শহর ছাত্রদল। শনিবার (২১ ডিসেম্বর) সকালে বনপাড়া শহরস্থ নিউ ক্যাফে চাইনিজ রেস্টুরেন্টে এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন এর আয়োজন করে তারা। গত ১৫ ডিসেম্বরে "বিদ্যালয়ের পুকুরে মাছ চুরির চেষ্টা" ছাত্রদলের ০৭ নেতাকর্মী গ্রেফতার শিরোনামে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে ওই প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়।এ সময় বনপাড়া শহর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা লিখিত বক্তব্যে জানান, উক্ত ঘটনার সঙ্গে আমি এবং ছাত্রদল জড়িত নয়, এজাহারে আমি সহ অন্যান্যদের নাম নেই কিন্তু প্রকাশিত সংবাদে আমাদের নাম প্রচার হওয়ায় আমাদের ব্যক্তিগত এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনপাড়া শহর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রেজা, যুগ্ম আহ্বায়ক মহসিন ইসলাম ও রাকিবুল ইসলাম, ১ নং সদস্য জামিল হোসেনসহ দলের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্স এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo