রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা-নগর ইউনিয়ন শাখা গণঅধিকার পরিষদের পক্ষ হতে,এক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সাত-দরগা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে।
সরজমিনী গিয়ে দেখা যায় ঃ রংপুরের পীরগাছায় ( ২৪শে মার্চ২০২৫,ইং রোজ সোমবার)গণঅধিকার পরিষদের ইউনি য়ন শাখার নেতৃবৃন্দদের উদ্যোগে,এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রং- পুর জেলা শাখার সভাপতি,সদস্য সচিব,ও পীরগাছা উপ- জেলা থানা সভাপতি,সদস্য সচিব,সহ গণঅধিকার পরিষ- দের ৪নং অন্নদা নগর ইউনিয়ন শাখার,নেতাকর্মী সুশীল - সমাজ,ও সাধারণ মানুষ সহ সাত দরগা বাজার ব্যবসায়ীরা। বক্তব্যে জেলা নেতৃবৃন্দরা বলেন,আমরা যদি ভুল করি জন- গণ আমাদেরও ছাড়বে না। এটি আমাদের নেতা তারুণ্যের অহংকার সাহসী যোদ্ধা ভিপি নুর ভাই বলেছেন।তাই তিনি গণঅধিকার পরিষদের সকল নেতা কর্মীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন,এবং গ্রাম গঞ্জে সকলকে একত্রিত হয়ে ভিপি নুর ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য বিশেষভা- বে আহ্বান জানিয়েছেন। গণঅধিকার পরিষদের রংপুর জেলা শাখার নেতৃবৃন্দরা। এবং গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল,সেটি যেন ফিরে না আসে,সে জন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমরা যদি সেই ভুল করি,অথবা আমরা দখলদারি,চাঁদাবাজি,মানুষের ওপর জুলুম চালাই;তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।'নুরুল হক নুর ভাই বলেছেন আওয়ামী লীগকেও জনগণ ছাড়েনি। কারণ,তাদের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে,এবং জনগণের প্রতি সহমর্মি- তা দেখাতে হবে।
উল্লেখ্য যে ঃ যদি আমরা এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি,তাহলে ভোটের সময় জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। এবং গণঅধিকার পরিষদের রংপুর জেলা সভাপতি বলেন,‘মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে,আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায়। বিপদে সবাই ঐক্য চায়,কিন্তু বিপদ উতরে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করে।'ডাকসুর সাবেক ভিপি নুর ভাই বলেন,প্রধান উপদেষ্টা বলেছেন,আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে,নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি রাজনৈতিক বিভাজন থেকেই যায়,তাহলে এটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।"
এ বিষয়ে ঃ গণঅধিকার পরিষদের ৪নং অন্নদা-নগর ইউনিয়ন শাখার সভাপতি,ও সদস্য সচিব ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুরা বলেন,আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে নুর ভাইয়ের হাতকে শক্তি শালী করে আমাদের দলকে এগিয়ে নেব। সৎ ও নিষ্ঠার শহীত আমরা দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব। যেন কোন অপশক্তি আমাদের মাঝে প্রবেশ করে আমাদের জোট বিনষ্ট করতে না পারে,সেইদিকে সবাইকে খেয়াল রাখার বিশেষ অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দরা।