চিলমারী উপজেলায় ২৪ ঘন্টার ব্যবধানে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

মোঃ রেজাউল ইসলাম প্রকাশিত: ৫ জুলাই , ২০২৫ ১৬:১৩ আপডেট: ৫ জুলাই , ২০২৫ ১৬:১৩ পিএম
চিলমারী উপজেলায় ২৪ ঘন্টার ব্যবধানে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সহকর্মীর উপর হামলার অভিযোগে চিলমারী উপজেলা বিএনপির দুই নেতাকে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।শুক্রবার (০৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ হোসেন পাখি।বিবৃতিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা অমান্য, শৃঙ্খলাভঙ্গ ও চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মকভাবে জখম করার অভিযোগে তাদেরকে কমিটি থেকে সরানো হয়েছে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।এ বিষয়ে আব্দুল মতিন সরকার শিরিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই তাদেরকে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করা হতে পারে।

এই বিভাগের আরোও খবর

Logo