গতকাল বেলা ১টার সময় মাগুরা সদরের বেরোইল পলিতা বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও সুধীজনদের নিয়ে এক মত বিনিময়ে সভা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক গোলাম সোবহানী স্কুলের লেখাপড়ার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের আলোচনা করেন। জানা যায়,
এসএসসিতে এ বছর এই স্কুল সেন্টার ফার্স্ট হয়েছে , উপজেলায় পঞ্চম ও জেলায় নবম স্থান অধিকার করেছেন । স্কুলের তিনতলায় দৃষ্টিনন্দন জানালায় থাই গ্লাস যুক্ত বড় অডিটোরিয়াম, যেখানে নামাজের জায়গা আছে ও হিট প্রটেক্টি কোড উপরে টিন দেয়া আছে। ভেন্টিড machine স্থাপন, অর্থাৎ মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধ সহায়ক মেশিন,। ১৬টা অত্যাধুনিক সিসি ক্যামেরা ও মনিটরিংয়ের আওতা ভুক্তি স্কুলের সমস্ত ক্লাসরুম , মেয়েদের আলাদাভাবে খেলাধুলা রুম, স্বতন্ত্র আইসিটি রুম, সোলার প্যানেল স্থাপন সহ স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। স্কুলটি ১৯৩৭ সালে এই গ্রামের কৃতি সন্তান তৎকালীন এম এল এ মৌলভী আব্দুল আউয়াল প্রতিষ্ঠা করেন।
এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মির্জা তারিকুল ইসলাম, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুকুল চৌধুরী , পিটিএ সভাপতি হুমায়ুন কবির, অভিভাবক সদস্য আলমগীর মিয়া, সাবেক বিদ্যুৎশাহী সদস্য শাহিদুল আলম সাবু, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মির্জা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দাউদ মিয়া, সমাজসেবক মোঃ লিটু মোল্লা, সাংবাদিক তারিকুল ইসলাম প্রমখ। প্রধান শিক্ষক গোলাম সোবহানী ও সভাপতি মির্জা তারিকুল ইসলাম ভবিষ্যতে স্কুলের লেখাপড়ার মান আরো ভালো করতে এবং স্কুলের ছাত্রী বৃদ্ধি করতে এলাকার লোকজনের আর ও সহযোগিতা আশা করেন।