সারাদেশে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যেম ৫৮ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে-- খাদ্য উপদেষ্টা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৫ জুলাই , ২০২৫ ১৬:০২ আপডেট: ৫ জুলাই , ২০২৫ ১৬:০২ পিএম
সারাদেশে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যেম ৫৮ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে--  খাদ্য উপদেষ্টা

খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ,  মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন খাদ্যমন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা  আলী ইমাম মজুমদার। যশোর  জেলা প্রশাসনের উদ্যোগে শনিবা সকালে যশোর সার্কিট হাউজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খাদ্য উপদেষ্টা  বলেন সরকার ধান সংগ্রহ শুরু করেছে। সংগ্রহ করা 
চাল গুদামে মজুদ আছে। আগামী মাসে খাদ্য বান্ধব কর্মসূচি ওএডএম কর্মসূচি চালু হলে সারা দেশে ৫৮ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। তারা যখন বাজারে চাল কিনত যাবে না। তখন চালের দাম কমবে।
খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ  সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক  আবুল হাছানাত হুমায়ুন কবির, খুলনারআঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকইকবাল বাহার চৌধুরী, কৃষি অধিদপ্তরের যশোরের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক আলমগীর  বিশ্বাস প্রমুখ।  পরিচসলনা করেন যশোরের  জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। 

এই বিভাগের আরোও খবর

Logo