জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চট্টগ্রামে “SZHM Trust Climate Champion 2025” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আহমদ উল্লাহ প্রকাশিত: ৫ জুলাই , ২০২৫ ১৫:৫৯ আপডেট: ৫ জুলাই , ২০২৫ ১৫:৫৯ পিএম
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চট্টগ্রামে “SZHM Trust Climate Champion 2025” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গবেষণার গুরুত্ব তুলে ধরতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট প্রথমবারের মতো আয়োজন করে “SZHM Trust Climate Champion 2025” শীর্ষক একটি গবেষণাভিত্তিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (৫ জুলাই) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির অডিটোরিয়ামে (৫ম তলা) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর..প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে উৎসাহিত করা এবং গবেষণার মাধ্যমে পরিবেশবান্ধব সমাধান খোঁজার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

এই বিভাগের আরোও খবর

Logo