জামালপুর নগর মাতৃসদন কেন্দ্রে প্রসব করাতে নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৫ জুলাই , ২০২৫ ১৬:১১ আপডেট: ৫ জুলাই , ২০২৫ ১৬:১১ পিএম
জামালপুর নগর মাতৃসদন কেন্দ্রে প্রসব করাতে নবজাতকের মৃত্যু

জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে নার্স ও আয়া দ্বারা স্বাভাবিক প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।  শনিবার ভোররাতে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় জামালপুর পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নবজাতকের স্বজনরা অভিযোগ করেন, শুক্রবার সন্ধায় জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকার  বাসিন্দা সোহেল আনসারীর স্ত্রী নৌরিন জান্নাত মৌ এর প্রসববেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি হন। তবে ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত ছিলেন না।  এসময় হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির গলায় আঘাত লেগে মৃত্যু ঘটে বলে অভিযোগ করেন। এ ঘটনায় অভিযুক্ত  নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর থানায় নিয়ে যায় পুলিশ ম্যানেজার পলাতক

এই বিভাগের আরোও খবর

Logo