ভোলার চরফ্যাশন উপজেলার উমরপুর ইউনিয়নের বেতুয়া নদীর মধ্যে নৌকায় করে নিয়ে এক নারীকে হত্যার চেষ্টা করা হয়।বেতুয়া পাড়ের এক ব্যাক্তি নাম প্রকাশ না করা শর্তে খবরটি নিশ্চিত করেন।জান যায় বেতুয়া নদীতে পাড়াপাড় করার জন্য রয়েছে ছোট ছোট নৌকা,নৌকা গুলো যাত্রীরা নিজেদের প্রয়োজনে রিজার্ভ নিতে পারে। গতকাল বিকেলে কিছু অপরিচিত লোক এসে দুটি নৌকা রিজার্ভ নিয়ে নদীর মধ্যে চলে যায়,কিছু সময় পর নদীর তীরে থাকা লোকজন লক্ষ করে দুটি নৌকা কাছাকাছি এসে হট্টগোল করছে,বিষয়টি সাধারণ জনতার সন্দেহ হলে দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থে পৌঁছায় এবং ভোক্তাভোগী নারীকে উদ্ধার করে। পারে স্থানীয় লোকজন বিষয়টি খতিয়ে দেখার জন্য চরফ্যাশন থানায় অভিযোগ করেন।