বাদশাহ ফয়সল স্কুলের চার শিক্ষকের বিদায়, জিপিএ-৫ প্রাপ্ত ২০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৩ নভেম্বর , ২০২৪ ১১:২১ আপডেট: ২৩ নভেম্বর , ২০২৪ ১১:২১ এএম
বাদশাহ ফয়সল স্কুলের চার শিক্ষকের বিদায়, জিপিএ-৫ প্রাপ্ত ২০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ স্কুলে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত চার শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ স্কুলে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত চার শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারনে নতুন বাংলাদেশে সৃষ্টি হয়েছে। তোমাদের তোমাদের মেধা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সকল অপপ্রচারের বিরুদ্ধে স্বোচার থাকতে হবে। সেই সাথে স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মরহুম আবু বক্কর সিদ্দিকীর ছেলে শওকত ইমরান, কৃতি শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আজিজুল হক। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মরহুম আবু বক্কর সিদ্দিকী ক্রেস্ট প্রদান করা হয় তার সহধর্মিনীকে, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম নূরুন  নবীর ক্রেস্ট তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়। অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শেখ মশিয়ার রহমান ও মির্জা এমদাদ এলাহীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এই বিভাগের আরোও খবর

Logo