রাজবাড়ী সদর উপজেলার বসস্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে মোটর পাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে
রাজবাড়ী সদর উপজেলার বসস্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে মোটর পাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) বিকেলে সালিসের কথা বলে ডেকে এনে নির্মমভাবে মারধর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শাহিন শেখ ওই গ্রামের জিন্নাহ শেখের ছেলে। এ ঘটনায় নিহতের মামা কালাম মোল্লা শনিবার (১৭ মে) রাজবাড়ী সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন জহির উদ্দিন বিশ্বাস (৬৫), মৈজদ্দিন বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও মুন্নু মোল্লা (৫০)। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ি থেকে একটি মোটর পাম্প চুরি হয়। এতে শাহিন শেখকে সন্দেহ করা হয়। শুক্রবার সন্ধ্যায় সালিসের কথা বলে তাঁকে শামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে আটক করা হয়। পরে এজাহারভুক্ত আসামিরা জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের নির্দেশে বাঁশের লাঠি ও রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন।
নিহতের মামা কালাম মোল্লা বলেন, "পিটুনিতে শাহিনের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সবাই তাঁকে ফেলে পালিয়ে যায়।" স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাতেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ রাত পৌনে ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। শনিবার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।