নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দলবল নিয়ে ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে বহিষ্কার হয়েছেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ।
সারাদেশের মতো ২৬ শে জুন বৃহস্পতিবার থেকে নোয়াখালী জেলাতেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর পূর্বে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে দলবল নিয়ে প্রবেশ করেন মোহাম্মদ সানাউল্লাহ। তিনি কেন্দ্রের ভেতরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর অনুমোদনে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহ্বায়ক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।