আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের নতুন কমিটিতে মনপুরার ছেলে মোঃফরহাদ হাসান

মোঃআজাদ প্রকাশিত: ১৫ মে , ২০২৫ ১৮:৩৯ আপডেট: ১৫ মে , ২০২৫ ১৮:৩৯ পিএম
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের নতুন কমিটিতে মনপুরার ছেলে মোঃফরহাদ হাসান

 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল তাদের কার্যনির্বাহী কমিটির নতুন তালিকা ঘোষণা করেছে। সম্প্রতি গঠিত এই নতুন কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা মনপুরার কৃতি সন্তান  মো: ফরহাদ হাসান।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থাটি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করেছে। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে গঠিত এই কমিটি সংস্থার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়া প্রসঙ্গে মো: ফরহাদ হাসান  বলেন, "হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মতো একটি স্বনামধন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। নতুন কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করব। মানবাধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাব।"
সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে যে এই কমিটির নেতৃত্বে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল তার লক্ষ্য পূরণে আরও সফল হবে। নতুন কমিটির মাধ্যমে সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দেশ ও বিদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয়ক কার্যক্রমে সক্রিয় রয়েছে। নতুন কমিটির হাত ধরে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo