ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নসু মিয়া (৪৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নসু মিয়া (৪৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাসিরনগর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যাক্তি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। এ ঘটনায় একই সাথে থাকা দেবু সরকার নামে একজন ব্যাক্তি গুরুত্বর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছেন।
মারা যাওয়া মোঃ নসু মিয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোঃ সাজু মিয়ার ছেলে, আহত অপর ব্যাক্তি দেবু সরকারের বাড়ি নাসিরনগর সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে।
উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়্যারম্যান মোঃ ইকবাল চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, মোঃ নসু মিয়া দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আজ সকালে অটোরিকশা চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
নাসিরনগর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া চলতেছে । তদন্ত প্রক্রিয়া শেষে মোঃ নসু মিয়ার লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।