আদগ্রাম শহীদ শাহজাহান উচ্চ বিদ্যালয়ে অসৎ উপায়ে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৫১ আপডেট: ২০ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৫১ এএম
আদগ্রাম শহীদ শাহজাহান উচ্চ বিদ্যালয়ে অসৎ উপায়ে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ।

নাটোরের  বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম শহীদ শাহজাহান উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি নির্বাচন২০২৫ উপলক্ষে তপশীল ঘোষণা করা হয়। উক্ত ঘোষণা অনুযায়ী যথাযথ নিয়মে প্যানেল গঠন করে মনোনয়ন পত্র উত্তোলন ও নির্দিষ্ট সময়ের মধ্যে জমা প্রদান করেন, মনিরুল ইসলাম । কিন্তু অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, নিয়ম বহির্ভূত ভাবে অসৎ উপায়ে আর্থিক সুবিধা এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিতর্কীত প্রার্থীকে অর্থাৎ তার শ্যালক  বেলাল আহম্মেদ কে সমর্থন করে একক সিদ্ধান্তের ভিত্তিতে গত ১৭/০২/২০২৫ ইং তারিখে ম্যানেজিং কমিটি গঠন করতে চেয়েছিল। কিন্তু অত্র প্রতিষ্ঠানের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটি গঠন স্থগিত করেন প্রিজাইটিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার,   বেলাল আহম্মেদ এর বিরুদ্ধে আদগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার হিসাবে অর্থ আত্মসাতের অভিযোগ থাকায় অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করে। এমন দুর্নীতিগ্রস্থ্য ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করলে শিক্ষার মান ও প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যহত হবে। এমতাবস্থায় প্রধান শিক্ষক যাহাতে অন্যায় ও অবৈধ ভাবে অযোগ্য ব্যক্তিকে মনোনিত করে সুনামধন্য একটি প্রতিষ্ঠানকে কুলোষিত করতে না পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য ,১. জেলা শিক্ষা অফিসার, নাটোর,২.উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম,নাটোর,৩.উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বড়াইগ্রাম,নাটোর, প্রদান করেন,মনিরুল ইসলাম উক্ত বিদ্যালয়ের সভাপতি প্রার্থী।
এবিষয়ে প্রধান শিক্ষক ইসাহক আলী জানান,বেলাল আমার কোন আত্মীয় হয়না এবং অসৎ উপায়ে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

এই বিভাগের আরোও খবর

Logo