নতুন সেশনে ছাত্রশিবিরের প্রতি মাজলুম দায়িত্বশীল এটিএম আজহারুল ইসলামের কিছু পরামর্শ

মোঃ আব্দুর রাজ্জাক মিয়া প্রকাশিত: ৭ জানুয়ারী , ২০২৫ ১৪:৪৬ আপডেট: ৭ জানুয়ারী , ২০২৫ ১৪:৪৬ পিএম
নতুন সেশনে ছাত্রশিবিরের প্রতি মাজলুম দায়িত্বশীল  এটিএম আজহারুল ইসলামের কিছু পরামর্শ

👉সময়ের সাথে সংগঠনের পরিধি বৃদ্ধি পাবে, কর্মপন্থা পরিবর্তন হবে কিন্তু ইসলামি আন্দোলনের মুল স্পিরিট ঠিক রাখতে হবে।
👉চারিত্রিক মাধুর্যতা হবে দাওয়াতের অন্যতম প্রধান হাতিয়ার।
👉সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ়তা থাকবে কিন্তু অন্য সংগঠনের মত হঠকারিতা নয়।
👉সায়েন্স ফেস্ট এর আয়োজন ছিল খুবই চমৎকার। সাধারণ ছাত্রদের জন্য এমন আয়োজন বেশি বেশি হওয়া দরকার।
👉ইসলামি আন্দোলন শুধু ছাত্র জীবনের জন্য নয়, ভবিষ্যতের জন্য নিজেকে গঠন করার এখনই সময়।
👉গত ১৫ বছর ছিলো জনশক্তি গঠন করার সবচেয়ে ভালো সময়। এসময় পরীক্ষিত লোকজন এই সংগঠনে এসেছে। (পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই আসবে কিন্তু সকলকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে।)
👉আন্দোলনে টিকে থাকার জন্য যুবকদেরকেই সবথেকে বেশি পরীক্ষায় (নারী, অর্থ,ক্ষমতা) পড়তে হয়, এজন্য এ বয়সে সতর্ক থাকাটা বেশি জরুরী।
👉শিবিরের দায়িত্বশীলদের অবশ্যই বাবা মায়ের কাছে উত্তম সন্তান হওয়া জরুরি।

এই বিভাগের আরোও খবর

Logo