চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মোঃ মাইনুল ইসলাম প্রকাশিত: ১৮ মার্চ , ২০২৫ ১৩:১৫ আপডেট: ১৮ মার্চ , ২০২৫ ১৩:১৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে উপজেলা প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণধর্ষণের শিকার ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণধর্ষণের শিকার ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশুটির বাবা-মায়ের হাতে আর্থিক সহায়তার চেক ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় শিশুটির শারীরিক খোঁজ খবর নিয়ে বাবা-মায়ের সাথে কথা বলেন তিনি। শিশুটি যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেটি ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। শিশুটির বাবা মনিরুল ইসলাম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মেয়ে যাতে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পাই, আপনারা সেই ব্যবস্থা করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমূখ। এর আগে গত ১৪ মার্চ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়ে গণধর্ষণের শিকার হয় ৮ বছরের বাকপ্রতিবন্ধী এক শিশু। পরে বাড়ি এসে মা-বাবাকে বিষয়টি বললে ঘটনা জানাজানি হয়। পরদিন সকালে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo