কুয়াশায় ডাকা ফরিদপুর শহর

নাজিম বকাউল প্রকাশিত: ১০ জানুয়ারী , ২০২৪ ০৭:০৬ আপডেট: ১০ জানুয়ারী , ২০২৪ ০৭:০৬ এএম
কুয়াশায় ডাকা ফরিদপুর শহর
ফরিদপুর শহর কুয়াশায় ডাকা গভীর রাত থেকেই এ কুয়াশা পড়ে অন্ধ কারের মতো সৃষ্টি করেছে। সকালে রাস্তায় কেউ হাটা হাটি করারজন‍্য বাহির হয় নি শহরে রাস্তা গুলো ফাকা রয়েছে রাস্তায় নেই কোন রিক্সা , ও বড় ধরনের গাড়ি. বিশেষ প্রয়োজন গাড়ি বাহির করছে না

ফরিদপুর শহর কুয়াশায় ডাকা গভীর রাত থেকেই এ কুয়াশা পড়ে অন্ধ কারের মতো সৃষ্টি করেছে। সকালে রাস্তায় কেউ হাটা হাটি করারজন‍্য বাহির হয় নি শহরে রাস্তা গুলো ফাকা রয়েছে রাস্তায় নেই কোন রিক্সা ,

ও বড় ধরনের গাড়ি. বিশেষ প্রয়োজন গাড়ি বাহির করছে না।

ঢাকা সহ দুরপাল্লার পরিবহন গুলো শতর্ক অবস্থায় চলা চল করছে।

ফরিদপুর শহরের জনতা ব‍্যাংকের মোড় থেকে অনেক দিন আনে দিনে কাজ করে খাবার যোগার করে তারা কুয়াশা ও
শীতের কারনে বাড়ি ফেরত চলে যেতে দেখা গেছে।

রমজান নামের এক শ্রমিক জানান শীত ও কুয়াশার কারনে মালিকরা কেউ কোন কাজ 
করাছেনা। শীত ও কুয়াশা কমলে তারা আবার কাজ করাবেন।

তিনি আরো বলেন সমস্যায় পরলাম আমারা যারা রোজ কাজ করে খাবার নিবারন করতে হয়। প্রতিদিন কাজ শেষ করে ঐ টাকা নিয়ে বাজার করে সংসার চালাই।
এভাবে কয়েক দিন থাকলে পরিবারের লোক জন নিয়ে না খেয়ে মরতে হবে।

শহরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সকালে যেভাবে কুয়াশা পরছে এতে পরিবহন সহ সাধারণ জনগনের রাস্তায় চলাচলল খুবই রিক্স।

এই বিভাগের আরোও খবর

Logo