অবহেলা অযত্নে পরে আছে বাগেরহাটের গৌরম্ভা ইউনিয়নের ৪নং কাপাসডাঙ্গা ওয়ার্ডের একমাত্র কমিউনিটিক ক্লিনিক

মো:আজাহারুল ইসলাম প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:৫২ আপডেট: ৬ ফেব্রুয়ারী , ২০২৪ ০২:৩৭ এএম
অবহেলা  অযত্নে পরে আছে বাগেরহাটের গৌরম্ভা ইউনিয়নের ৪নং কাপাসডাঙ্গা ওয়ার্ডের একমাত্র কমিউনিটিক ক্লিনিক
দীর্ঘদিন ধরে অবহেলা অযত্নে পড়ে আছে বাগেরহাটের রামপাল থানার গৌরম্ভা ইউনিয়নের ৪নং কাপাসডাঙ্গা ওয়ার্ল্ডের একমাত্র কমিউনিটিক ক্লিনিক।এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও কিছু নেতা কর্মী হাসপাতাল সংস্কারে ও প্রসারণ বৃদ্ধি করার জন্য সাধারণ জনগণ ও কাপাসডাঙ্গা বাজার থেকে অর্থ সংগ্রহ করে। এখন কি পরিমান অর্থ সংগ্রহ করেছেন সেটা সাধারণ জনগনের অবগত নয় । সেখানে গিয়ে আমরা দেখছি বাঁশ দিয়ে ফাইলিং করা।এ পর্যন্তই কাজ স্থগিত আছে।

দীর্ঘদিন ধরে অবহেলা অযত্নে পড়ে আছে বাগেরহাটের রামপাল থানার গৌরম্ভা ইউনিয়নের ৪নং কাপাসডাঙ্গা ওয়ার্ল্ডের একমাত্র কমিউনিটিক ক্লিনিক।এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও কিছু নেতা কর্মী হাসপাতাল সংস্কার ও প্রসারণ বৃদ্ধি করার জন্য সাধারন জনগণ ও কাপাসডাঙ্গা বাজার থেকে অর্থ সংগ্রহ করে। এখন কি পরিমান অর্থ সংগ্রহ করেছেন সেটা সাধারণ জনগনের অবগত নয় । সেখানে গিয়ে আমরা দেখছি বাঁশ দিয়ে ফাইলিং করা।এ পর্যন্তই কাজ স্থগিত আছে।

এখন এলাকার জনপ্রতিনিধি ও নেতা কর্মীর কাছে সাধারণ জনগণ জানতে চাই, আদৌ কি কমিউনিটিক ক্লিনিক এর কাজ হবে কিনা? এবং উন্নয়নের নামে আর কত সাধারন জনগণের কষ্টের টাকা নষ্ট হবে।

এই বিভাগের আরোও খবর

Logo