শপথ গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তিনি যশোরের নাভারণ প্রিন্টিং প্রেসের প্রধান কার্যালয়ে আসলে এ শুভেচ্ছা জানানো হয়। কর্মকর্তা, কর্মচারী হৃদয় নিঙরানো যে ভালবাসা দিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানান আলহাজ¦ শেখ আফিল উদ্দিন। তিনি বলেন, আমি সৎ,সততা, নিষ্ঠা ও আদর্শ নিয়ে রাজনীতি করি দীর্ঘ দিন ধরে রাজনীতি করি।
একারনে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা আমাকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেন। সকলে দোয়া,সহযোগিতা ও ভালবাসায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন, আমি সৎ,সততা, নিষ্ঠা ও আদর্শ নিয়ে রাজনীতি করি। আমি সৎ,সততা, নিষ্ঠা ও আদর্শ নিয়ে যেন চলতে পারি সেই দোয়া করবেন।
আমি চায় আফিল গ্রুপের যারা কর্মরত আছেন আছেন। আপনারা সৎ,সততা,নীতি ও আদর্শ দিয়ে দায়িত্ব পালন করবেন। যেন আফিল গ্রুপের আরো সদস্য সংখ্যা বাড়াতে পারেন।ফুলেল শুভে”ছা জানান, আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু, নাভারণ প্রিন্টিং অ্যান্ড পাকেজেস লিমিটেডের জিএম আব্দুল আহাদ, তামিম মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডিজিএম মিজানুর রহমান, আফিল অ্যাগ্রো লিমিটেডের এজিএম তোফায়েল আহমেদ, নেবুলা ইংক লিমিটেডের ব্যবস্থাপক খান এহতেশাম, আলিনা জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম, আফনান জুট মিলস লিমিটেড, তামিম মার্কেটিং অ্যান্ড প্যাকেজিং সকল ব্যবস্থাপক, মার্কেটিং অফিসার ও সেলস অফিসার, গ্যাস স্টেশনের সকল কর্মকর্তা, কর্মচারী, নাভারণ প্রিন্টিং অ্যান্ড পাকেজেস লিমিেিটডের ব্যবস্থাপক ভ্যাট ও কর্মকর্তা কর্মচারী তামিম ইঞ্জিনিয়ারিং এর ইনচার্জ ও কর্মকর্তা কর্মচারী, ফুটওয়ার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক, দৈনিক স্পন্দন পত্রিকা পরিবার, সখিনা বালিকা বিদ্যালয়, আফিল ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মাচলী, সি অ্যান্ডবি ও ক্যাশ বিভাগের ব্যবস্থাপক, হিসাব বিভাগের সহ ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারী, সহ ব্যবস্থাপক (অর্থ) , অডিট বিভাগ, মানবসম্পদ বিভাগ, আইটি বিভাগ,এক্সপোর্ট বিভাগ, ক্রয় বিভাগ, ভুমি বিভাগ, ইলেটট্রিক বিভাগ, ব্যবস্থাপক হ্যাচারী ডিভিশন(ঝিকরগাছা ও মুনসেফপুর), ব্যবস্থাপক ব্রিডার ডিভিশন বায়শা, ব্যবস্থাপক ফিড মিলস, ব্যবস্থাপক ব্রিডার ডিভিশনউলশী, ব্যবস্থাপক ্ধসঢ়;এ্যাকুয়া ফিস, ব্যবস্থাপক আকিজ ফুয়েল, ল আফিল ট্যান্সপোর্ট, স্পন্দন কালার ল্যাব ও নিরাপত্তা বিভাগে সকল কর্মকর্তা কর্মাচরী।