রামগঞ্জ উপজেলার আথাকরা নাপিত বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সুদাংসু শীলের তালাবদ্ধ পাকা ঘরে এই চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোর ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে চোরকে হাতেনাতে আটক করেন। এ সময় চোরের কাছে স্বর্ণের চেইন, নেকলেস এবং নগদ টাকা পাওয়া যায়। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চোরকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত চোরের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে হলেও তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালীর সোনাইমুড়ীতে বসবাস করছেন। স্থানীয়রা জানান, এলাকায় এ ধরনের চুরির ঘটনা বিরল। পুলিশ জানিয়েছে, আটককৃত চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।