চাকুরিতে পুর্নবহালের জন্য মানববন্ধন

কামরুজ্জামান বাবু প্রকাশিত: ২৫ আগস্ট , ২০২৪ ১৪:২৭ আপডেট: ২৫ আগস্ট , ২০২৪ ১৪:২৭ পিএম
চাকুরিতে পুর্নবহালের জন্য মানববন্ধন
যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, তথা কথিত একটি মহল ষড়যন্ত্র মূলক ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ ঘটায়। যা একটি সুসংগঠিত ও শৃংঙ্খলা বাহিনী বিডিআরকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে, তৎকালীন সরকার ৫৭ জন সেনা অফিসার সহ মোট ৭৪ জন সদস্য হত্যা করে ।

তারিখঃ ২২ আগষ্ট ২০২৪ ইং

 বরাবর,

মাননীয় প্রধান উপদেষ্টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা ।

মাধ্যমঃ জেলা প্রশাসক মহোদয়, রাজশাহী।

বিষয়ঃ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনরায় চাকুরিতে বহাল করার আবেদন ।

জনাব,

যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, তথা কথিত একটি মহল

ষড়যন্ত্র মূলক ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ ঘটায়। যা একটি

সুসংগঠিত ও শৃংঙ্খলা বাহিনী বিডিআরকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে,

তৎকালীন সরকার ৫৭ জন সেনা অফিসার সহ মোট ৭৪ জন সদস্য হত্যা করে । উক্ত

হত্যার পরিপ্রেক্ষিতে প্রহসনের কোট গঠন করে মিথ্যা মামলা দিয়ে প্রায় ২০ হাজার

বিডিআর সদস্যদের জেলসহ চাকরিচ্যুত করা হয়। মিথ্যা ও বানোয়াট মামলায় জেল

সহ চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যগণ পরিবার নিয়ে খুবই মানবেতর জীবন যাপন

করছি । অতএব আমরা চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ উপরল্লেখিত মিথ্যা মামলা

থেকে মুক্তি সহ চাকরিতে পুনর্বহালের দাবিগুলো আপনার নিকট তুলে ধরছি ।

১। চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের করার দাবি ।

২। পিলখানা হত্যাকান্ডে পুনরায় তদন্তের মাধ্যমে নিরপরাধ বিডিআর সদস্যদের

জেল মুক্তি সহ চাকুরি ফিরিয়ে দেওয়া এবং প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত করার দাবি

উল্লেখ্য বিষয় গুলো সুবিবেচনা করতঃ আমাদের কাঙ্খিত দাবি পূরণে আপনি

মানবিকতা ও আন্তরিকতার সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা

আশাবাদী ।


বিনীত নিবেদক


সংযুক্তঃ

বিডিআর সদস্যদের নামীয় তালিকা ।

এই বিভাগের আরোও খবর

Logo