রাজশাহীর তানোর উপজেলার ৭নং চান্দুড়িয়া ইউনিয়নে গভীর নলকূপের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লেকচার (৫৫)নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। সংঘর্ষের পর থেকে তিনি প্রায় তিন ঘণ্টা অজ্ঞান অবস্থায় রয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন। জানা গেছে, চান্দুড়িয়া ইউনিয়নের দুটি পক্ষ দীর্ঘদিন ধরে একটি গভীর নলকূপ নিয়ে বিরোধে লিপ্ত ছিল। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হলেও সবচেয়ে গুরুতর আহত হন লেকচার।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিন ঘণ্টা পার হলেও এখনো তার জ্ঞান ফেরেনি। লেকচারের পরিবার ও স্বজনরা তার দ্রুত সুস্থতার জন্য গ্রাম বাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আফজাল হোসেন বলেন, “সংঘর্ষের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।