বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী জেলা শাখা। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—জেলা জাসাসের সাবেক সভাপতি এম বাচ্চু রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মোঃ জুলফিকার আলী টিটু, যুগ্ম আহ্বায়ক আলীম রেজা, নুরনবী সবুজ, গোয়ালন্দ উপজেলা জাসাস সভাপতি ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক মিলন, সিনিয়র সদস্য শেখ আব্দুর রউফ হিটু, সদস্য মোঃ রাকিব হোসেন সুমন, পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম টিউলিপ, বালিয়াকান্দি উপজেলা জাসাস সভাপতি ফিরোজ মণ্ডল, ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম।মানববন্ধনে বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য ও ইতিহাস বিকৃতি মেনে নেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় নেতাদের সম্মানহানির চেষ্টা কখনোই বরদাশত করা হবে না।” তারা আরও বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের প্রতি হুঁশিয়ারি জাসাস কখনোই চুপ থাকবে না। প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।” এ সময় বক্তারা বর্তমান সরকার, এনসিপি ও জামায়াতের নেতাদের প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।