অভয়নগরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ২৩ জানুয়ারী , ২০২৫ ২৩:২৮ আপডেট: ২৩ জানুয়ারী , ২০২৫ ২৩:২৮ পিএম
অভয়নগরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোরের অভয়নগরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমন্বয় কমিটির আহবায়ক জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ তানভীর জামান, সদস্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, ভবদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, সহকারী নির্বাচন কর্মকর্তা অসীম কুমার পাল প্রমুখ। সভায় উপজেলা সমন্বয় কমিটির কার্যপরিধি সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করা হয়। জানা গেছে, নতুন ভোটার হিসেবে যারা তালিকায় অর্ন্তভূক্ত হতে ইচ্ছুক তাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারির পূর্বে হতে হবে। গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। কোনো প্রকার সমস্যা হলে সমন্বয় কমিটির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরোও খবর

Logo