তানোরের গোল্লাপাড়া মাছ বাজারে আমদানি ও ক্রেতার সংকট, শিবনদী খননের দাবি জোরালো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ এপ্রিল , ২০২৫ ১২:০২ আপডেট: ১৬ এপ্রিল , ২০২৫ ১২:০২ পিএম
তানোরের গোল্লাপাড়া মাছ বাজারে আমদানি ও ক্রেতার সংকট, শিবনদী খননের দাবি জোরালো
আজ ১৬ই এপ্রিল রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া মাছ বাজারে এক অভাবনীয় স্থবিরতা বিরাজ করছে

আজ ১৬ই এপ্রিল রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া মাছ বাজারে এক অভাবনীয় স্থবিরতা বিরাজ করছে। প্রতিদিন সকালে বাজার বসলেও সেখানে এখন আর আগের মতো মাছের সরবরাহ বা ক্রেতার উপস্থিতি দেখা যায় না। এই পরিস্থিতিতে হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
গোল্লাপাড়া বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, একসময় এ বাজারে বিভিন্ন প্রজাতির দেশি মাছের চাহিদা ছিল আকাশছোঁয়া। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। কুটিপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও মো. আলম বলেন, “আমাদের শিবনদী এখন প্রায় শুকিয়ে গেছে। নদীতে পানি না থাকায় আশপাশের পুকুরগুলোও পানিশূন্য হয়ে পড়েছে। ফলে মাছ চাষে বিরূপ প্রভাব পড়ছে। তাঁরা আরও বলেন, “নদী ও পুকুরে পানি না থাকায় মাছের উৎপাদন কমে গেছে, আর উৎপাদন কমলে বাজারে মাছের আমদানি কমে যায়। এতে করে ক্রেতারাও আগ্রহ হারাচ্ছেন। এখন বেচাকেনা খুবই কম, ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, শিবনদী দীর্ঘদিন ধরেই অপরিকল্পিতভাবে ভরাট হয়ে আসছিল। কিন্তু তা নিয়ে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মৎস্যচাষীসহ কৃষিজীবী মানুষদের দাবি, শিবনদী খনন করলে এলাকায় আবারও পানির প্রবাহ ফিরে আসবে, যা মাছ চাষসহ কৃষিকাজে সহায়ক হবে
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, দ্রুত সময়ের মধ্যে শিবনদী খননের উদ্যোগ নিতে হবে। তাহলে মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং আবারও গোল্লাপাড়া বাজার প্রাণ ফিরে পাবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলেন, এই সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। শুধু নদী খনন নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় পানির সংরক্ষণ ও মাছ চাষ ব্যবস্থাপনায় উন্নয়ন আনতে হবে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এখন দেখার বিষয়, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কতটা দ্রুত পদক্ষেপ নেয়—তাতে এই সংকট কাটিয়ে ওঠা যাবে কি না, সেটিই এখন সবার প্রত্যাশা।

এই বিভাগের আরোও খবর

Logo