জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি হলেন ঠাকুরগাঁওয়ের ড. আনোয়ার খসরু পারভেজ

মোঃ শফিকুল ইসলাম দুলাল প্রকাশিত: ১৭ অক্টোবর , ২০২৩ ১২:৩৩ আপডেট: ১৭ অক্টোবর , ২০২৩ ১২:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি হলেন ঠাকুরগাঁওয়ের ড. আনোয়ার খসরু পারভেজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ড. আনোয়ার খসরু পারভেজ। সোমবার বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন শিক্ষকেরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ড. আনোয়ার খসরু পারভেজ। সোমবার বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন শিক্ষকেরা। 

ঠাকুরগাঁও মাটি ও পানির কৃতি সন্তান অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ দীর্ঘ ২৪ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষতা করেছেন। এর মধ্যেই ১৪ বছর মাইক্রোবায়োালজি বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৯ সাল হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। তার দুটি পিএইচ ডিগ্রী প্রথমটি ২০০৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসসি ইন্সটিটিউট থেকে সংক্রামক রোগের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, ২০০৮ সালে তিনি মনবুকাগাকুশো স্কলারশিপে জাপানের টোকুশিমা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিউটিক্যাল সাইন্সে তার দ্বিতীয় পিএইচডি অর্জন করেন । ২০১৪ সালে ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস মুন্ডাস ফেলোশিপে পোষ্ট ডক্টোরাল ডিগ্রী সমাপ্ত করেন। এছাড়াও জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো ফেলোশিপে তিনি পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণ গ্রহন করেন। সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ সেনাবাহিনী থেকে জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। 

এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদ যেমন সভাপতি, প্রভোষ্ট, ডিন, শিক্ষক সমিতির সদস্য ও যুগ্ম সম্পাদক, সিনেট সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেষণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য (খন্ডকালীন) ও কমিশনের অর্থ-কমিটির সদস্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্যও ছিলেন ।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন এর র‌্যাঙ্কিং অনুযায়ী গবেষণা ও শিক্ষায় দেশের সেরা ড. আনোয়ার পারভেজ জানান, শিক্ষক ও সহকর্মীবৃন্দের পেশাগত অধিকার এবং নিরাপত্তা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষনার মান আরো সমুন্নত হবে বলে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সদা সচেষ্ট ও আন্তরিক থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

উল্লেখ্য, নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার ছিলেন আবু হাসান। ৬১৩ জন ভোটারের বিপরীতে ৫৭৭টি ভোট পরে। রাত দশটার পরে ফলাফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশের ১৯ (১) (জে) ধারা অনুসারে সিনেট সদস্য হিসেবে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি থাকেন। নির্বাচনে ৩৩ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮ জন।

এই বিভাগের আরোও খবর

Logo